রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষকদের

 

স্টাফ রিপোর্টার: দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) আহ্বায়ক প্রফেসর ড. শামসুল আলম সরকার যুগান্তরকে জানান, দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি ও বিরোধী জোটের অনির্দিষ্টকালের অবরোধ-হরতালে বিশ্ববিদ্যালয় বাইরে অবস্থান করা শিক্ষক-শিক্ষর্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাদাদল ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকদের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার বিশ্ববিবদ্যালয় ভিসির সঙ্গে সাক্ষাত করে নিরাপত্তার কথা বিবেচনা করে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার জন্য আহ্বান জানানো হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকের সংখ্যা সাড়ে চার শতাধিক।