মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে প্রতিবন্ধীদের আইনি সহায়তা বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্লাস্ট কুষ্টিয়া ইউনিট ও এইচআই সহযোগিতায় এসপিডি আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণির দু শতাধিক প্রতিবন্ধী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহম্মেদ। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন। অ্যাড. রাজিব আহম্মেমদ রঞ্জুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অ্যাড. নারগিস সুলতানা, অ্যাড. শফিকুল ইসলাম ও এসপিডি সমন্বয়কারী ওয়াজেদ আলী খান।