মুজিবনগর দায়িরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে অব্যাহতি

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন লাবুলকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় উপজেলা আওয়ামী লীগ গতকাল বুধবার এক পত্রে তাকে অব্যাহতি দেয়া হয়। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা স্বাক্ষরিতপত্রে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। মোজাম্মেল হোসেন লাবুল সংগঠনের কর্মকাণ্ডের সাথে না থাকার ইচ্ছে পোষণ করেন। এ কারণে তাকে অব্যাহতি দিয়ে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াজেদ আলীকে দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে সকল ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।