জীবননগর ব্যুরো: জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি মাগুরা জেলা শালিকা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঢেঁড়শের বীজ উদ্ধার করেছে। গত মঙ্গলবার মধ্যরাতে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৯৯ কেজি ভারতীয় ঢেঁড়শের বীজ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাগুরা জেলার শালিকা উপজেলা শহরে অভিযান পরিচালনা করেন। এ সময় শতখালী বাজার থেকে ৬৯৯ কেজি ঢেঁড়শের বীজ উদ্ধার করেন। উদ্ধারকৃত বীজের মূল্য ১৫ লাখ ৩৭ হাজার ৮শ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।