মহেশপুর স্বাস্থ্যকমপ্লেক্সে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে কর্মচারীদের কর্মবিরতি পালন

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মচারীরা দুর্বৃত্তের হামলা ও একজন কর্মচারীকে মারপিট করার প্রতিবাদে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন। কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে এক অভিযোগপত্র দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গাড়াবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র হাসান সনো ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহেশপুর হাসপাতালে ঢুকে আউটডোর ওষুধ বিতরণের কেবিনেটের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফার্মাসিস্ট আবুজার মোল্লাকে মারপিট করে এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও ভয়ভীতি দেখায়। এ হামলার বিষয়ে হাসপাতালের একটি সূত্র জানায়, ওই হাসান একটি সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন যাবত হাসপাতালের প্রভাব বিস্তার করে আসছে। এছাড়া হাসপাতালের অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। তার স্বার্থের কোনো ব্যাঘাত হলে এ ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটায়। তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা তাহাজ্জেল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে তিনি একটি অভিযোগপত্র পেয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।