স্টাফ রিপোর্টার: পেট্রলবোমা রাখার অভিযোগে ছাত্রদলের দু নেতাকে পিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সোয়া চারটার দিকে বুয়েটের আহসানউল্লাহ হলের সামনে এ ঘটনা ঘটে। দুজন হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক সাহাদৎ হোসেন (৪০) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম কিবরিয়া (২৪)।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বিকেলে পেট্রোলবোমা সাথে থাকার অভিযোগে সাহাদৎ ও কিবরিয়াকে মারধর করেন উত্তেজিত ছাত্ররা। দুজনেরই বুকে ও মাথায় আঘাত লেগেছে। পরে চকবাজার থানার পুলিশ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মফিজউদ্দিন জানান, দুজনই ছাত্রদলের নেতা। তাদের কাছে একটি পেট্রোলবোমা পাওয়া গেছে। তিনি বলেন, মারধরের বিষয়টি জানা নেই। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।