পাকিস্তানের দাবি উড়িয়ে দিলো বিসিবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সফরকে নিজেদের হোম সিরিজ হিসেবে দাবি করা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বক্তব্য উড়িয়ে দিয়েছে বিসিবি। বাংলাদেশ সফরে বিসিবির আয়ের ৫০ শতাংশ দাবি করেছিলো পাকিস্তান। দ্বিতীয় শর্ত হিসেবে বাংলাদেশকে তাদের অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানে পাঠাতে বলে তারা। কিন্তু বাংলাদেশ সফরে আসতে পাকিস্তানের শর্ত দুটি বিসিবির পরিচালনা পর্ষদ মানবে না বলে জানিয়ে দেন সভাপতি নাজমুল হাসান। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার এক বিবৃতিতে পিসিবি জানায়, ২০১১ সালে বাংলাদেশ সফর করে পাকিস্তান দল। এবার বাংলাদেশের ফিরতি সফরে আসার কথা। ২০১২ সালে একটি লিখিত প্রতিশ্রুতিও দেয় তারা; কিন্তু তা রাখেনি বিসিবি। ফলে এ সফরটা এক হিসেবে পাকিস্তানের হোম সিরিজ।

গতকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, এটা আমাদের ঘরোয়া সিরিজ। এ সফর কার, এ নিয়ে কোনো সংশয় নেই। এর প্রচলন মোটেও নেই। আগামী এপ্রিলে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটসূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত এ সফরে তাদের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলার কথা। অবশ্য এখন পর্যন্ত এ সফরের আসার ব্যাপারে বিসিবিকে নিশ্চয়তা দেয়নি পিসিবি। বর্তমান পরিস্থিতে বাংলাদেশ সফরে নিরাপত্তা নিয়ে পিসিবি প্রধান শাহরিয়ার খান প্রশ্ন তুলেছেন বলে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে। এ বিষয়ে নিজাম উদ্দিন বলেন, নিরাপত্তা নিয়েও কোনো সংশয় নেই। আমাদের দেশে নিয়মিত খেলা হচ্ছে, প্রথমশ্রেণির ক্রিকেট হচ্ছে। একটি আন্তর্জাতিক সফর যখন হয়, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় হয়। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই আন্তর্জাতিক সিরিজ হয়।

বিসিবির সিইও জানান, শিগগির বোর্ডের সাথে আলোচনা করে তারা নিজেদের অবস্থান পরিস্কার করবেন। এটা একটা অর্থনৈতিক ব্যাপার ওরা সামনে নিয়ে এসেছে। আমরা যতটুকু পারি বোর্ডে আলোচনা করে পিসিবিকে জানাবো। ২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলোর সফর বন্ধ রয়েছে।