মাথাভাঙ্গা মনিটর: ইসলামিক স্টেট জঙ্গিরা জর্ডানের পাইলট মুয়াথ আল-কাসাসবেহকে জীবিত পুড়িয়ে মেরে ফেলার ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই জর্ডান দুজন সাজাপ্রাপ্ত জিহাদির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। পাইলট মুয়াথ আল-কাসাসবেহকে জীবিত পুড়িয়ে মেরে ফেলার ভিডিও প্রকাশের পর আইএসের বিরুদ্ধে দুনিয়া কাঁপানো প্রতিশোধ নেয়ার অঙ্গিকার করেছিলো জর্ডান সরকার। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জিহাদি দুজনের মধ্যে একজন নারী জিহাদি রয়েছেন। তার নাম সাজিদা আল রিসাভী। তিনি একটি আত্মঘাতী হামলা চালাতে গিয়ে ব্যর্থ হয়ে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। তার আগে ২০০৫ সালে আম্মানে একটি হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছিলো সাজিদা আল রিসাভীকে। মৃত্যুদণ্ড কার্যকর করা অপরজন হলেন ইরাকের আল কায়েদার জঙ্গি জিয়াদ কারবলি। পাইলট মুয়াথ আল-কাসাসবেহ গত ডিসেম্বরে সিরিয়ায় জঙ্গিবিরোধী অভিযানে বিমান বিধ্বস্ত হয়ে আইএসের হাতে আটক হয়েছিলেন। জর্ডান সরকার সাজিদা আল রিসাভীর বিনিময়ে পাইলট মুয়াথ আল-কাসাসবেহকে মুক্তি চেষ্টায় ব্যর্থ হয়ে এই ব্যাবস্থা নিল। মৃত্যুদণ্ড কার্যকর করা আইএস জঙ্গি সাজিদা আল রিসাভী