দামুড়হুদার কুড়ুলগাছিতে মধ্যবয়সী মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

হত্যা নাকি আত্মহত্যা তা উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ

 

কুড়ুলগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাঠের একটি আমগাছ থেকে মধ্যবয়সী এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে প্রেরণ করে পুলিশ। কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে নাকি নিছক আত্মহত্যা তার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। সুফিয়া খাতুন সুলতানপুর গ্রামের আব্দুল বারীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে কুড়ুলগাছি মাদরাসা মাঠে আবু হানিফের আমবাগানের একটি আমগাছে সুফিয়ার লাশ ঝুলতে দেখে মাঠে কর্মরত কৃষকেরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সুফিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে প্রেরণ করে। প্রথম দিকে লাশের পরিচয় অজ্ঞাত হলেও দুপুরের দিকে তার এক আত্মীয় ঘটনাস্থলে গিয়ে পরিচয় নিশ্চিত করেন। মৃত্যুর খবর প্রচার হলে স্থানীয় মানুষের মাঝে রহস্যর দানা বেধে ওঠে। শুরু হয় নানা গুঞ্জন। হত্যার তেমন কোনো অভিযোগ পরিবার থেকে না উঠলেও এলাকার মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একজন মধ্যবয়সী মহিলা কীভাবে বড় একটি আমগাছের অনেক ওপরের ডালে উঠে গলায় ফাঁস নিতে পারেন এমন প্রশ্নে নানান সন্দেহের জটলা বেঁধেছে স্থানীয়দের মনে।

দামুড়হুদা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এদিকে লাশের ময়নাতদন্ত শেষে গতকাল রাত নয়টার দিকে সুলতানপুর গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

Leave a comment