দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উদ্ধার করেছে ফেনসিডিল। ফেনসিডিল উদ্ধারকালে বিজিবি-পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। ঘটে বাগবিতণ্ডার ঘটনা। উদ্ধারকৃত ফেনসিডিলের পরিমাণ নিয়ে প্রশ্ন উঠেছে। গতপরশু মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার ফুরকান আলী সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের হঠাতপাড়া রেলগেট নামক স্থানে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীচক্র ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ৬৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল মনিরুজ্জামান। এদিকে ফেনসিডিল উদ্ধারকালে বিজিবি ও দর্শনা আইসি পুলিশের টহল দলের মধ্যে ঘটেছে বাগবিতণ্ডার ঘটনা। অভিযোগ উঠেছে, দামুড়হুদার নাস্তিপুরের অভিযুক্ত ফেনসিডিলকারবারী রিয়াতুজল্লাহ, রেজাউল, সেলিম ও পারকৃষ্ণপুরের আশরাফের ফেনসিডিলের এ চালান বহন করছিলো ৭/৮ জনের বহনকারীচক্র।
এদিকে ঘটনাস্থলে বিজিবি ও ফেনসিডিলবহনকারীদের মধ্যে হইহুল্লোড় সৃষ্টি হয়। সেখানে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌঁছান দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই জিয়াউর রহমান। পুলিশ ও বিজিবির মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। এ সময় কৌশলে সটকে পড়ে ফেনসিডিলবহনকারীরা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ফেনসিডিলের পরিমাণ ছিলো অনেক বেশি। এদিকে বিজিবির পক্ষে হাবিলদার ফুরকান বলেছেন, মাদককারবারীদের ধাওয়া করে ৬৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশ ঝামেলার অপচেষ্টা করলেও আমরা উদ্ধারকৃত ফেনসিডিল নিয়ে ক্যাম্পে চলে আসি। ৬৪০ বোতলের বেশি কোনো ফেনসিডিল ছিলো না।