আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর দেহাটি বাজারের বিশিষ্ট সার কীটনাশক ব্যবসায়ী উথলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজেউন)। তিনি গতকাল বুধবার সকালে বুকে ব্যথা অনুভব করলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। খবর পেয়ে অনেকেই মরহুমের লাশ দেখে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। গতকাল বাদ আছর দেহাটি ঈদগা ময়দানে মরহুমের জানাজা শেষে কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে, নাতিনাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।