চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

 

স্টাফ রিপোর্টার: শুধু খেলাধুলা নয়, পড়া লেখায়ও তরুণ সমাজকে উৎসাহিত করা উচিত। সামাজিক এ দায়বদ্ধতা থেকে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের পক্ষ থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা প্রদান করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার উপরোক্ত মন্তব্য করে পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়া সবার আগে, তবে শরীরকে সুস্থ-সবল ও মনকে সতেজ রাখতে হলে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলাও খেলতে হবে।                যাদেরকে সংবর্ধনা দেয়া হয় তারা হলো- শুভ, অমিত, বিপুল, আরিফ, তৌফিক, জনি, সফিকুল, মো. আলী, স্বপন, আল আমিন, আশিক, জুবায়ের, সায়েক প্রমুখ। উপস্থিত ছিলেন রাসেল, রিফাত, ইজাজ, আবির, বাঁধন, পিয়াস, নাজিম, অমি, সৌরভ, পুলক প্রমুখ।