কার্পাসডাঙ্গা কলেজে লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবক ও সুধীসমাবেশ অনুষ্ঠিত

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কলেজে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত ছাত্রছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধিতে এলাকার অভিভাবক ও সুধীদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে কলেজ হলরুমে কলেজের কার্যকরী পর্ষদের সভাপতি উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলাম, কলেজের কার্যকরী পর্ষদের সদস্য উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল হক, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী তরফদার, সাধারণ সম্পাদক নজীর আহম্মদ, আ.লীগ নেতা কাদের বিশ্বাস, মখলেসুর রহমান রিপন, লুৎফর রহমান, রেজাউল করিম মিন্টু, শিক্ষক বিল্লাল হোসেন, গিয়াস উদ্দিন, আমিনুল ইসলাম, আবুল কাশেম, আইয়ুব আলী, মকসেদুল ইসলাম, অভিভাবক সদস্য বাবু, সহিদুল ইসলাম, আজমুল, যুবলীগ নেতা আ. ছালাম বিশ্বাস, জাহিদুর রহমান মুকুল, সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান রানা, সানাউল কবির শিরিন, আবু বক্কর, শোভন, মিঠন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল ইসলাম।