মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেস্তকের একটি হাসপাতালে গোলা নিক্ষেপের ঘটনায় চার জন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন। এ নিয়ে গত তিন সপ্তায় দেশটিতে সহিংসতায় ২২৪ জন বেসামরিক নাগরিক নিহত হলেন। দোনেস্তক শহরটি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে। দোনেস্তকের দখল নেয়ার পর বাইরে থেকে গোলা নিক্ষেপের ঘটনায় রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা হামলার জন্য সরকারি বাহিনীকে দায়ী করে আসছে। হামলার পর হতাহতদের দেহ কম্বলে জড়ানো অবস্থায় হাসপাতালের বাইরে পড়ে থাকতে দেখা যায় বলে খবরে জানিয়েছে একটি সংবাদমাধ্যম। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালটির পাশের একটি স্কুলও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির বিমানবন্দরসহ বাইরের বেশ কিছু এলাকা বিদ্রোহীরা দখল করে নেয়ার পর থেকে হামলার ঘটনা বেড়ে গেছে। সপ্তাখানেক আগে দোনেস্তকে একটি ট্রামে অনুরূপ গোলা নিক্ষেপের ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছিল। দেশটিতে দু পক্ষের লড়াইয়ে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।