হত্যার এক দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

স্টাফ রিপোর্টার: ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একদল সদস্য বাংলাদেশে ঢুকে গুলি করে হত্যার এক দিন পর গতকাল মঙ্গলবার বিকেলে খেতমজুর নজরুল ইসলামের (৩৪) লাশ ফেরত দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হত্যার পর গতকাল নজরুলের লাশ সীমান্তের ওপারে নিয়ে যায় বিএসএফ। সেখানে ময়নাতদন্তের পর নজরুলের লাশ হস্তান্তর করা হয়। গতকাল দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া সীমান্তের ২৯৫ মেইন পিলারের কাছে বাংলাদেশের অন্তত ৫০ গজ ভেতরে নয়াপুকুরের পাড়ে ঢুকে এ হামলা চালায় বিএসএফ। এ সময় সাহাজুল ইসলাম (৪০) নামের আরেকজন খেতমজুর গুলিবিদ্ধ হন। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার চাপড়া সীমান্তের ২৯৫ মেইন পিলারের কাছে নজরুলের লাশ হস্তান্তর করা হয়। ভারতের দ‌ক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার এসআই উৎপল চ্যাটার্জি নজরুলের লাশটি বিরামপুর থানার এসআই মমতাজুল হকের কাছে হস্তান্তর করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিজিবি ২৯ ব্যাটালিয়নের রানীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম ও ভারতের ৯৬ ব্যাটালিয়নের গুমসী ক্যাম্পের কোম্পানি কমান্ডার কাশ্মীরি লাল। আরও উপস্থিত ছিলেন নিহত নজরুলের মামা মনসুর রহমান ও শ্যালক আরিফুল ইসলাম।