গাংনী প্রতিনিধি: ২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় মেহেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে বিএনপির ৫ কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গাংনী ও সদর থানা ২ জন করে এবং মুজিবনগর থানা ১ জনকে আটক করেছে। কার্যবিধির ১৫১ ধারায় আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের ১২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে জেলার কালীগঞ্জ, মহেশপুর, হরিণাকুণ্ডু ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন (৩৫), উপজেলা ছাত্রদলের সেক্রেটারী আশরাফুজ্জামান রনি (২৭), বিএনপি কর্মী শামসুল আলম (৫০), ইমরান হোসেন (২৮), আকাশ হোসেন (২৫), চাঁন আলী (৫০), ইফতিয়ার রহমান (২৫), আজিজুল হক (৩৫), গোলাপ মন্ডল (৪৫), জামায়াত কর্মী আবদুল্লাহ (৬৫ ), জিহাদ ইসলাম (৫৭) ও শিবির কর্মী রেজাউল ইসলাম (২৭)।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, হরতালে নাশকতার আশঙ্কায় হরিণাকুণ্ডুতে ৪, কালীগঞ্জে ২, মহেশপুর ১ ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখার এসআই মো. খবির উদ্দীন জানান, আটককৃত গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।