মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের সভাপতি হলেন চুয়াডাঙ্গার কৃতীসন্তান প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী

 

স্টাফ রিপোর্টার: মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের সভাপতি মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গার কৃতীসন্তান প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। তাকে সভাপতি করে গঠিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতর ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনুমোদন দিয়েছেন।

দু বছর মেয়াদী কমিটি অনুমোদন পাওয়ার পর তৎক্ষণিক জরুরি আলোচনাসভার আয়োজন করা হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সহসভাপতি মীর সরোয়ার আলী পিন্টু। গঠিত কমিটিতে সভাপতি প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী, নির্বাহী সভাপতি মখলেসুর রহমান টয়, সাধারণ সম্পাদক মীর আহমেদ আলী টুটুল।

চুয়াডাঙ্গার কৃতীসন্তান প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়েছে। ডা. মেহেদী চিকিৎসা পেশায় দেশ-বিদেশে স্বনামধন্য। তিনি দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক দায়িত্ব পালন করেও প্রসংশিত।