বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষেই মত দিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নে জবাবে তিনি বলেন, বিদ্যুতের দাম সামান্য পরিমাণ বৃদ্ধি হলে তা জনগণের জন্য বোঝা হবে না। দশম সংসদের পঞ্চম অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান উৎপাদন ব্যয়ের তুলনায় কম মূল্যে বিতরণ কোম্পানি/ইউটিলিটিসমূহকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে সরকার বাজেটারি সাপোর্টের মাধ্যমে এই ঘাটতি প্রতিপূরণ করে থাকে। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সরকার কর্তৃক নির্ধারিত মূল্য বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানী সংগ্রহ করে। ফলে বিশ্ব বাজারে তেলের মূল্য কম বেশি হলেও বিদ্যুতের উৎপাদন ব্যয়ে তারতম্য হয় না। পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অগভীর সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিগত পাঁচ বছর জাতীয় জ্বালানী ও খনিজ সম্পদ উন্নয়নে ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সাথে তিনটি উৎপাদন বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দিলারা বেগমের অপর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বাংলাদেশে উৎপাদিত গ্যাসের প্রায় ৪১ শতাংশ পাওয়ার সেক্টরে ব্যবহৃত হয়। পাওয়ার সেক্টরে জ্বালানী হিসেবে কয়লা প্রাধান্য দেয়ার কথা গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। বিকল্প জ্বালানীর উৎস হিসেবে কয়লা সম্পদের অনুসন্ধান ও উন্নয়নের মাধ্যমে এর সর্বত্র ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় কয়লানীতি চূড়ান্তকরণের কাজ চলমান আছে।