মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলন ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে এ হার মানে টাইগাররা। ব্রিসবেনে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে মমিনুল ৫২ ও মাহমুদুল্লা রিয়াদ ৪২ রান ছিলো উল্লেখযোগ্য জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পক্ষে পিয়ার্সন ৭৯ ও টার্নার ৭৮ রান করেন। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৪৫.৪ ওভারে ২৩১ (সৌম্য ৩৩, এনামুল ১১, মুমিনুল ৫২, মাহমুদুল্লাহ ৪২, সাকিব ১৪, মুশফিক ১৯, সাব্বির ৩১, নাসির ৩, মাশরাফি ২, আরাফাত ১, রুবেল ০*; মুডি ৩/৩৫, কনওয়ে ২/৩৫, ডান গাটেন ১/২১, টার্নার ১/৩০, মুইরহেড ১/৫৩, গ্রেগরি ১/৫৫)। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ: ৪৩.২ ওভারে ২৩২/৫ (পিয়েরসন ৭৮, মর্গান ১, লিন ৪, টার্নার ৭৮, উইলিস ১০, বসিসটো ৩১*, ম্যাকডারমট ২৫*; রুবেল ২/৩২, সাকিব ১/২৭, মাশরাফি ১/৩২, তাসকিন ১/৩৪)।