দিল্লির উদ্দেশে এরশাদের ঢাকা ত্যাগ

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে  ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। এরশাদের সফরসঙ্গী হিসেবে একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার রয়েছেন।মঙ্গলবার জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। এরশাদের ভারতে যাবার কোন কারন বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি। তবে দলের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ভারত সফরে গেলেন এরশাদ। সোমবার হোটেল ওয়েস্টিনে দলের এমপিদের সাথে এক ভোজসভায় এরশাদ তার ভারত সফরের বিষয়টি জানান। বিমানবন্দরে এরশাদকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নান, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, তাজ রহমান, সিনিয়র যুগ্ম- মহাসচিব এড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম- মহাসচিব বাহাউদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ।