হরতালের দিন আদালতের কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে ঐক্যমতের আহ্বান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বারের সকল আইনজীবী সদস্যদেরকে সাথে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে আদালতের কার্যক্রমে অংশগ্রহণের জন্য আইনজীবী সমিতির সভাপতিসহ বারের নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেছে আওয়ামী আইনজীবী পরিষদ।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে জরুরি সাধারণ সভা আহ্বান করে হরতালের দিন দুপুর ১২টার পর বিচার কার্যক্রমে আদালতে আইনজীবীদের অংশগ্রহণের বিষয়টি সমাধানের জন্য কার্যকরী কমিটির নিকট ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে। এছাড়া যদি কার্যনির্বাহী কমিটি এ সময়ের মধ্যে সাধারণ সভা আহ্বান করতে ব্যর্থ হয় তাহলে সাধারণ সদস্যরা তলবী সাধারণ সভা আহ্বান করে বিষয়টির সিদ্ধান্ত নেয়া হবে বলেও আলোচনা হয়।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সমমনা রাজনৈতিক দলের আইনজীবী নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এ সময় ন্যাপ সভাপতি মনিরুজ্জামান, জাসদ সভাপতি সেলিম উদ্দিন খান, জেলা জাতীয় পাটি সভাপতি সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক এসএম রফিউর রহমান ও জাসদ নেতা আকসিজুল ইসলাম রতন এবং আওয়ামী আইনজীবী পরিষদের নেতা মোল্লা আব্দুর রশিদ (জিপি), শামসুজ্জোহা (পিপি), সাবেক পৌর চেয়ারম্যান আশরাফ আলী বিশ্বাস, সাবেক পিপি আলমগীর হোসেন, অতিরিক্ত পিপি আবুল বাশার, তালিম হোসেন ও আতিয়ার রহমান বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন- যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম এপিপি।
এ ব্যাপারে আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল ওহাব মল্লিককে আওয়ামী আইনজীবী পরিষদের সিদ্ধান্তসমূহ মৌখিকভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল ওহাব মল্লিক জানান, ঐক্যমতে ভিত্তিতে হরতালের দিন আদালতে আইনজীবীদের অংশগ্রহণের বিষয়টির করণীয় সম্পর্কে আগামীকাল বৃহস্পতিবার কার্যকরী কমিটির সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় করণীয় সম্পর্কে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, বিগত দু যুগ ধরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক হরতালের দিন আদালতের কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকেন আইনজীবীরা।