চুয়াডাঙ্গায় ইভটিজারদের উৎপাত থেকে রক্ষা পেতে গণস্বাক্ষরসহ পুলিশের নিকট আবেদন

স্টাফ রিপোর্টার: ইভটিজিঙের কারণে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজ উদ্দিনের মেয়ে স্কুলছাত্রী সাদিয়া পারভীন ইতিকার আত্মহত্যার ঘটনায় সাদেক আলী মল্লিকপাড়া, পলাশপাড়া ও সবুজপাড়ার বাসিন্দাগণ বখাটেদের হাত থেকে নিজেদের স্কুল-কলেজপড়ুয়া মেয়েদের বাঁচাতে, নির্বিঘ্নে পথচলা ও বসবাসের জন্য গণস্বাক্ষরসহ এলাকায় পুলিশ টহল জোরদারের জন্য পলাশপাড়া মানবতা ফাউন্ডেশনের মাধ্যমে পুলিশ সুপারের নিকট লিখিত আবেদন করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে মানবতার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, সংগঠনের মানবাধিকার রক্ষা সেলের পরিচালক অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, সংস্থার প্যানেল আইনজীবী অ্যাড. জিল্লুর রহমান জালাল, পাভেল রহমান, মামুন, হিরক, মিলন, কাউন্সিলর সেলিনা ইয়াসমিন শম্পা প্রমুখ। আবেদনপত্রে অনুলিপি পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সদর থানা অফিসার ইনর্চাজ বরাবরও দেয়া হয়েছে। পুলিশ সুপার রশীদুল হাসান বখাটেদের উৎপাত ও অপতৎপরতা রোধে পুলিশি টহল জোরদারসহ তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় চুয়াডাঙ্গা পলাশপাড়ার সেনাসদস্য হাফিজ উদ্দিনের মেয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সাদিয়া পারভীন ইতিকা আত্মহত্যা করে। অভিযোগ ওঠে এলাকার এক যুবক তাকে উত্ত্যক্ত করার কারণে সে আত্মহত্যার করে।

Leave a comment