গাংনী প্রতিনিধি: শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান নসিমনের চাকা খুলে রাস্তার পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে ৯ যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার ফতেপুর নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। ৯ জনের বাড়ি গাংনী উপজেলার তেরাইল গ্রামে এবং নির্মাণশ্রমিক।
আহতরা হচ্ছেন- তেরাইল গ্রামের যুবায়ের হোসেন (২০), আব্দুর রশিদ (২৫), আব্দুর রহমান (৬০), জহুরুল ইসলাম (৩০), ছামিউল্লাহ (২২), মনিরুল ইসলাম (৪৫), ইলিয়াছ হোসেন (৩০), কাজল হোসেন (২০) ও শাবাচাঁন আলী (৩৫)। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন গাংনী ইমারত নির্মাণশ্রমিক সমিতির সভাপতি হাজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম।
আহত সূত্রে জানা গেছে, তেরাইল গ্রামের শ্রমিক সর্দ্দার শাবাচাঁন আলীর নসিমনযোগে শ্রমিকরা গাংনী শহরের উদ্দেশে আসছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কের ফতেপুর নামক স্থানে নসিমনের একটি চাকা খুলে যায়। এতে যাত্রী ও চালকসহ নসিমনটি রাস্তার পার্শ্ববর্তী একটি খাদে উল্টে পড়ে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গাংনী হাসপাতালে প্রেরণ করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার তানভীর আহম্মেদ জানান, ৮ জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। একজনের অবস্থা গুরুতর তাই ভর্তি করা হয়েছে।