মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেলস্টেশনের অদূরে ভোরে বৈদ্যুতিক পোলে আগুন দিয়েছে কে কারা। মসজিদের নামাজ পড়তে যাওয়ার সময় মুসল্লিরা আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত আগুন নিভিয়ে দিলেও পোলটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
জানা গেছে, গতপরশু ভোরে মুন্সিগঞ্জ জামে মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রেলস্টেশেনের অদূরের রাস্তার পাশে বৈদ্যুতিক পোলে আগুন দেখতে পান। দ্রুত আগুনে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে তারা। রাতে কে কারা বৈদ্যুতিক পোলে আগুন দিয়েছে কেউ কিছু না বলতে পারলেও অনেকে জানাই, পোলের গোড়ায় অনেক ময়লার স্তুপ ছিলো সেই স্তুপে আগুন দেয়ার কারণে আগুনের সূত্রপাত। তবে পোলিটি দ্রুত অপসারণ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী জানায়। এলাকাবাসী পোলটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছে।