মেহেরপুর বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন

বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি গোলাম রসুল স্বাক্ষরিত কমিটি কাগজপত্র হাতে পান বারাদী ইউনিয়ন নেতৃবৃন্দ।

কমিটিতে সভাপতি শামীম ফেরদৌস, সাধারণ সম্পাদক মোমিনুল মোমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক সুজন মল্লিক। গতকাল বিকেলে বারাদী ইউনিট আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত কমিটির সদস্যবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি ইসমোতুল্লাহ খোকন, শ্রমিকলীগের সভাপতি আলতাফ হোসেনসহ নেতৃবৃন্দ।