খবর:(আলমডাঙ্গায় গাছ কাটা ও ঘরবাড়ি ভাঙচুর মামলার দু আসামি গ্রেফতার)
গুণ্ডামি আর মাস্তানিতে
তুমি এখন হিরো,
কিন্তু বাবা দিন ভালো নয়
কখন কে হয় জিরো।
এসব কথা মাথায় রেখো
ছোট লোকের ছারা,
ফুটানি ভাব যারাই দেখায়
লাল ঘরে যায় তারা।
আজকে রাজা কালকে ফকির
নিলে এমন ভাব,
কয়েদখানায় কাল কাটাবা
এতে কী আর লাভ।
-আহাদ আলী মোল্লা