ঝিনাইদহের মহেশপুরে দুজন আটক

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। গতকাল সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার একতারপুর গ্রাম থেকে জামায়াতকর্মী হায়দার আলীর ছেলে তারিক আহম্মেদকে এবং জীবননগর থানার গয়েশপুর গ্রামের জামায়াত আলীর ছেলে মাদকব্যবসায়ী বাপ্পীকে খালিশপুর থেকে আটক করে। মহেশপুর থানার এসআই মোতালেব হোসেন জানান, তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রয়েছে।