স্টাফ রিপোর্টার: জীবননগর বাঁকা গ্রামের আশাদুল ইসলামকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আখের রস বিক্রেতার গতকাল সোমবার ডুগডুগি পশুহাটে আখের রস বিক্রির সময় একটি গরু তাকে ধাক্কা দিলে একটি হাত আখ ছেঁচা মেশিনের মধ্যে ঢুকে যায়। আশাদুল ইসলাম বাঁকা গ্রামের ভাসান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন হাট-বাজারে আখের রস বিক্রি করে বেড়ান। জখম আশাদুল জানান, গতকাল সোমবার দামুড়হুদার ডুগডুগি পশুহাটে আখের রস বিক্রিকালে একটি গরু তাকে ধাক্কা দেয়। এ সময় তার একটি হাত আখ ছেঁচা মেশিনের মধ্যে চলে গিয়ে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।