চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের হাতে ফেনসিডিলসহ ৩ যুবক আটক : মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১১ বোতল ভারতীয় ফেনসিডিল ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের এসআই খালিদুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা শহরের গতকাল ব্যাপক মোটরসাকেল চেকিং অভিযান চলে। সম্প্রতি যোগাযোগ মন্ত্রণালয় এক সার্কুলারে মোটরসাইকেলে দুজন আরোহী চলাচল নিষিদ্ধ করেছে। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা হচ্ছে। এ সময় দর্শনা থেকে ছেড়ে আসা একটি পালসার মোটরসাইকেলে ৩ জন ব্যক্তি দেখে পুলিশ তাদের থামতে বলে। পুলিশ দেখে তারা মোটরসাইকেল হাকিয়ে চুয়াডাঙ্গা বড় বাজারে ছুটে যায়। গোয়েন্দা পুলিশের এসআই খালিদুর রহমান, এসআই ইব্রাহিম ও এএসাই জগদীশ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের পিছু নেন। এ সময় তারা চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। পুলিশ তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে ১১ বোতল ফেনসিডিলসহ একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়ার রিংকুর ছেলে রনি (২০), গুলশানপাড়ার আতিয়ার রহমানের ছেলে আলিফ (২০) ও মসজিদপাড়ার শান্তির ছেলে বিদ্যুত। গতরাতেই তাদের বিরুদ্ধে এসআই খালিদুর রহমান বাদী হয়ে মামলা করেন। আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

Leave a comment