স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার মিরপুরে শেফালী খাতুন (২৫) নামের এক গৃহবধুকে কুপিয়ে খুন করা হয়েছে। নিহত শেফালী উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামের বুদোর স্ত্রী। গতকাল সোমবার দুপুরে খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামী এবং স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে বুদো তার স্ত্রী শেফালী খাতুনকে বটি দিয়ে মাথায় সজরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শেফালী খাতুনের মৃত্যু হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দীন জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।