আওয়ামী লীগকে ঢাকা ছাড়া করতে একটি ফোনকলই যথেষ্ট

 

মাথাভাঙ্গা মনিটর: সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, পুলিশ ও বিশেষ বাহিনী না থাকলে আওয়ামী লীগকে ঢাকা ছাড়া করতে একটি ফোনকলই যথেষ্ট। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে গণদাবি মেনে নিয়ে পদত্যাগ করে নির্বাচন না দিলে আওয়ামী লীগের অবস্থা একাত্তরের পরাজিত শক্রদের মতো হবে। স্থানীয় সময় গত রোববার রাতে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত এ শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, কামাল আহমেদ, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী প্রমুখ। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের এবং সঞ্চালক ছিলেন ড. আব্দুর রহমান। শোকসভায় সাদেক হোসেন খোকা আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, পুলিশ ও অনান্য বাহিনী নিয়ে আপনারা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বসে হুঙ্কার ছাড়ছেন। এসব বাহিনী সরিয়ে নিন, আপনাদের ঢাকা ছাড়া করতে ৩০ মিনিটের বেশি সময় লাগবে না। এজন্য আমার বেশি সাংগঠনিক কার্যক্রমেরও দরকার নেই। নিউইয়র্ক থেকে একটা ফোন করে দিলেই হয়ে যাবে।

Leave a comment