চুয়াডাঙ্গায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার শোভাযাত্রা : আজ প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। গতকাল সোমবার বিকেল ৪টায় শোভাযাত্রাটি বড় বাজার শহীদ হাসান চত্বর থেকে বের হয়ে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, শোভাযাত্রায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক নাসির উদ্দিন, বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সাইদুর রহমান ও হাফিজুর রহমানসহ অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় স্বাগতিক চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরা জেলার ৮টি দল অংশগ্রহণ করছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হকি প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। আজ মঙ্গলবার প্রথম দিনে চারটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় ও মেহেরপুরের আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, বেলা ১১টায় এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় ও মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়, দুপুর ১টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় ও ঝিনাইদহের নগরবাথান মাধ্যমিক বিদ্যালয় এবং বিকেল ৩টায় কুষ্টিয়া জিলা স্কুল ও চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে।

আগামী বুধবার সকাল সাড়ে ৯টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, বেলা ১১টায় ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয় ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়, দুপুর ১টায় কুষ্টিয়া জিলা স্কুল ও মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় এবং বিকেল ৩টায় এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় ও নগরবাথান মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হবে।

আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় ও মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়, বেলা ১১টায় নগরবাথান মাধ্যমিক বিদ্যালয় ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, দুপুর ১টায় কুষ্টিয়া জিলা স্কুল ও ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয় এবং বিকেল ৩টায় মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে। চুয়াডাঙ্গার শীর্ষ দুটি দল ঢাকায় জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।