মেহেরপুরে ফেনসিডিলসহ কাঁচামাল বোঝাই ট্রাক জব্দ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের ওয়াপদা মোড়ে কাঁচামাল বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর টাউন ফাঁড়ি পুলিশের ইনচার্জ (টিআই) এসআই মাহবুব হোসেন ওয়াপদা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কাঁচামাল বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-অ-১১-২৯৯৯) সিগন্যাল দেন। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালকের পায়ের নিচে থেকে ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে ৭৮ বোতল ফেনসিডিল ও ট্রাকটি জব্দ করে সদর থানায় নেন। সদর থানার ওসি আহসান হাবীব ফেনসিডিল উদ্ধার ও ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছেন।