কোটচাঁদপুর মিতালী সাহিত্য সংসদের রজত জয়ন্তী উদযাপিত
কোটচাঁদপুর প্রতিনিধি: সাহিত্যে বিশেষ অবদান রাখায় মিতালী পদকে ভূষিত হয়েছেন বিশিষ্ট ছড়াকার দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা। মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদের রজত জয়ন্তী উপলক্ষে এ পদক প্রদান করা হয়। সাহিত্য ছাড়াও সঙ্গীত, সঙ্গীত পরিচালনা ও নাট্যকলা বিষয়ে মোট ১০ বিশিষ্ট ব্যক্তিকে মিতালী পদক ২০১৫ প্রদান করা হয়। গতকাল শনিবার কোটচাঁদপুর পৌর মহিলা কলেজ প্রাঙ্গণে রজত জয়ন্তী উৎসব উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের কোটচাঁদপুর মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও মিতালী সঙ্গীত একাডেমীর রজত জয়ন্তী উৎসব শনিবার কোটচাঁদপুর পৌর মহিলা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন কার্যক্রমের মধ্যদিয়ে উদযাপন করা হয়। সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ছড়াকার আহাদ আলী মোল্লাসহ ৩ জনকে মিতালী পদক প্রদান করা হয়। আহাদ আলী মোল্লা অনুপস্থিত থাকায় তার পক্ষে পদক গ্রহণ করেন দৈনিক মাথাভাঙ্গার কোটচাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ মুকুল। সাহিত্যে পদকপ্রাপ্ত অন্য দুজন হলেন উত্তম মিত্র ও আহমদ রকিব। সঙ্গীতে পদকপ্রাপ্ত চারজন হলেন শাজাহান কবীর, ওসমান গনি, জাকির হোসেন রুমি ও মিতা বিশ্বাস। সঙ্গীত পরিচালক হিসেবে যে দুজন পদক পান তারা হলেন- সুকুমার রায় ও বিপ্লব বিশ্বাস। এছাড়া নাট্যকলায় বিশেষ অবদান রাখায় রাজু আহমেদ মিজানকে মিতালী পদকে ভূষিত করা হয়। সংগঠনের সভাপতি সুব্রত ব্যানার্জী বাপ্পীর সভাপতিত্বে কোটচাঁদপুর পৌর মেয়র এসকেএম সালাহ উদ্দিন বুলবুল সিডল প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন। উৎসব উদযাপনে শোভাযাত্রা, পথনাটক, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শোভাযাত্রা কোটচাঁদপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠানগুলো সুশৃঙ্খলভাবে সাজানো হয়। কামাল হোসাইন, উত্তম মিত্র, শামীম আক্তার, আক্তারুজ্জামান রকিব, অসীত ঘোষসহ অনুষ্ঠানে একঝাঁক কবির উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট কবি ছড়াকার মিতুল সাইফ।