স্টাফ রিপোর্টার: ঠাকুরঘরে সন্ধ্যা প্রজ্জ্বলন ধরতে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সরোজগঞ্জ কাচারিপাড়ার বৃদ্ধা লক্ষ্মী কুমার শাহা। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি অগ্নিদগ্ধ হন। চুয়াডাঙ্গা সরোজগঞ্জ কাচারিপাড়ার ইশার কুমার শাহার স্ত্রী লক্ষ্মী কুমার শাহা সন্ধ্যায় ঠাকুরঘরে সন্ধ্যা প্রজ্জ্বলন করতে যায়। এ সময় অসাবধনতায় তার পরণে থাকা কাপড়ে আগুন ধরে যায়। তার চিৎকারের পরিবারে সদস্য এগিয়ে এসে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকায় নেয়ার প্রক্রিয়া চলছিলো।