স্টাফ রিপোর্টার: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান বলেছেন, সরকার বিদ্যুত সংযোগ বন্ধ করেনি, শ্রমিকরাই বিদ্যুত সংযোগ বিছিন্ন করতে বাধ্য হয়েছে। কারণ শ্রমিকরাই বিদ্যুত, টেলিফোন ও পানির লাইনে কাজ করে। গতকাল শনিবার বিকেলে বাগেরহাটের ঘষিয়াখালী-মংলা চ্যানেলের ড্রেজিং কাজের উদ্ধোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন । নৌমন্ত্রী বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে প্রয়োজনে শ্রমিকরা ঘেরাও করে কঠোর ব্যবস্থা নেবে। তিনি মানুষ হত্যা করে রাজনীতি করছেন। প্রয়োজনে বিএনপি নেত্রীর জন্য তার নেতাকর্মীরা যে খাবার নিয়ে যাবেন তা শ্রমিকরা কেড়ে নিয়ে খাবে। অবিলম্বে দেখবেন শ্রমিকরা আরও কঠোর হবে। তিনি আরো বলেন, আপনি যে কাজ করেছেন এতো লাশ কোথায় রাখবেন। ২০১৩ সালে আমাদের ৫৮ জন শ্রমিক ড্রাইভার ও হেলপারকে পুড়িয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করছেন। ১৭ জন পুলিশ ও ৩ জন বিজিপিকেও হত্যা করা হয়েছে। আবার একাই কায়দায় দেড় বছর যেতে না যেতেই মানুষ হত্যার রাজনীতিতে তিনি মেতে উঠছেন। এ পর্যন্ত ১৬ জন শ্রমিকসহ ৪২ জন সাধারন মানুষকে পেট্রোলবোমা মেরে হত্যা করা হয়েছে। কতো মা তার সন্তান হারিয়েছে।