গাংনী প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রমৈত্রীর মেহেরপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে গাংনীস্থ ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ছাত্রমৈত্রীরকেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে মোহাইমিনুল হক মিঠুকে সভাপতি ও রাজিবুল ইসলাম রনিকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ছাত্রমৈত্রীর মেহেরপুর জেলা শাখার কমিটি গঠিত হয়। ছাত্রমৈত্রীর মেহেরপুর জেলা আহ্বায়ক বদিউজ্জামান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কুষ্টিয়া জেলা সভাপতি বুলবুল আহমেদ, সম্পাদক হাফিজ সরকার ও মেহেরপুর জেলা সম্পাদক আব্দুল মাবুদ।