মহেশপুর প্রতিনিধি: গত শুক্রবার সন্ধ্যায় মহেশপুর শহরে ৮ দলের কেরাম খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশগ্রহণ করে বাবুল চৌধরী-রাজ্জাক জুটি ও ফিরোজ-পিন্টু জুটি। এর মধ্যে ফিরোজ-পিন্টু জটি বিজয়ী হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকার বাবুল চৌধরী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান মোহন, সাবেক কাউন্সিলর আশাবুল হক আশা, শহিদুল ইসলাম, এমএ জামান, মাসুদ হোসেন।