খবর:(ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কে দুটি আলমসাধু মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত)
আলমসাধু থামরে দাদু
তোর যে কতো গুণ,
দিস গুঁতো ঘা ভাঙে দু পা
করিস শুধু খুন।
ঝড়ের বেগে রেগে রেগে
ফেললি মেলা লাশ,
ছোটার বহর পল্লি শহর
জান করে হাঁসফাঁস।
ছোটার মানে সবাই জানে
কারা জোগায় তেল,
মহাজ্বালা তোরতো শালা
হলো না আক্কেল!
-আহাদ আলী মোল্লা