চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার

জামায়াত-বিএনপির নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

 
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় দলীয় নেতা নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে বধ্যভূমির কাজ ও মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। গতকাল দলীয় অফিসে অনুষ্ঠিত মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে হুইপ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি-জামায়াত সারাদেশে অবরোধের নামে নাশকতা চালাচ্ছে। তারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে। তারা এদেশকে আবারো পাকিস্তান বানানোর চেষ্টা চালাচ্ছে। তাদের এ নাশকতার বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়াতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাইছার আহমেদ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংসঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মোস্তাফিজুর রহমান রুন্নু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রুবাইদ বিন সুস্তির, ক্রীড়া সম্পাদক ফিরোজ, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, সম্পাদক তামিম হাসান তারেক, জেলা যুবলীগ নেতা আব্দুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আহসান মৃধা, আওয়ামী লীগ নেতা আব্দুর জব্বার, ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক, আশাবুল হক ঠাণ্ডু, আব্দুল হালিম, সমির দে, রানা আহমেদ, খবির, আব্দুর রাজ্জাক, খাইরুল ইসলাম, নাহিদ, আনিচ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, শাহিন রেজা শাহিন, পৌর যুবলীগের সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, যুবলীগনেতা, ডিটু, ফারুক, রাজাবুল হক মনা, সাইফুর রহমান পিন্টু, মিজানুর রহমান মিজান, বুলবুল, মকলেছুর রহমান, সৈকত, প্রফেসর টুটুল, আমিরুল, জিয়াউর রহমান, আবুল হাসনাত, অ্যাড. মকলেচ, মিশর মেম্বার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সম্পাদক সেলিম রেজা তপন, সাংগঠনিক সম্পাদক সাইকা, পৌর ছাত্রলীগের সম্পাদক তমাল, ছাত্রলীগ নেতা টুটুল, রুবেল, হাসান, হিরো, বাপ্পী, রানা, ইছানুর, সোহাগ, আলমগীর, হাসান, তামিম, কাওছার, গোলাম সরোয়ার প্রমুখ। হুইপ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আলমডাঙ্গায় নির্মাণাধীন ৭১’র বধ্যভূমির কাজ পরিদর্শন করে আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে উপস্থিত হন। এ সময় তিনি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।