গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ওলিনগর গ্রামের কৃষক সিরাজুল ইসলামের ক্ষেতের ১২০টি চারা আমগাছ কেটে তছরুপ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতের আঘারে গ্রামের পার্শ্ববর্তী মুন্দা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। গাছ কাটার সাথে জড়িত সন্দেহে মুন্দা গ্রামের ৭ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন গাছ মালিক।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওলিনগর গ্রামের মৃত আজিরুদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম মুন্দা গ্রামের মাঠে ৪৮ শতক জমিতে ১২০টি আমগাছের চারা রোপণ করেন। বৃহস্পতিবার রাতের আঘারে গাছগুলো কেটে তছরুপ করা হয়। এছাড়াও ক্ষেতে পড়ে থাকা এক লাখ টাকা মূল্যের মেহগনি কাঠ চুরি হয়। গত শুক্রবার সকালে ক্ষেতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন সিরাজুল। অভিযোগে আসামি হিসেবে মুন্দা গ্রামের উজ্জ্বল হোসেন, মুন্টু মিয়া, হুমায়ন, শরিফুল, আশরাফুল, জামান ও মিজানের নাম উল্লেখ রয়েছে। পূর্বশত্রুতার জেরে ওই সাতজন গাছ কর্তন ও কাঠ নিয়ে গেছে বলে অভিযোগ করেন সিরাজুল ইসলাম। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গাংনী থানাসূত্রে জানা গেছে।