৬৫ নারী-পুরুষ শিশু-কিশোরের আগমন এবং প্রস্থান

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে এসডিএ মিশনে ধর্মান্তরের আনুষ্ঠানিকতা নিয়ে উত্তেজনা

 

স্টাফ রিপোর্টার: খ্রিস্টানধর্ম গ্রহণের সাথে সাথে প্রথা অনুযায়ী স্নান করানোর জন্য মিশনের পুকুর প্রস্তুত করা হলেও শেষ পর্যন্ত এ পর্বটাসহ অধিকাংশ আনুষ্ঠানিকতাই ভেস্তে গেছে। গতকাল শুক্রবার বিকেলে বাসযোগে ৬৫ জন নারী-পুরুষ ও শিশু-কিশোর চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ এসডিএ মিশনের সামনে নামলেও ঘণ্টাখানেকের বেশি সময় তাদের অবস্থান করানো যায়নি। উত্তেজনা চরমে রূপ নেয়ার আগেই যশোর মনিরামপুরে ফেরার উদ্দেশে বাসযোগে রওনা হয় আগতরা।

জানা গেছে, যশোরের মনিরামপুরসহ বিভিন্ন এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ ধর্মান্তরিত হয়ে খ্রিস্টানধর্ম গ্রহণ করেছে বলে খবর ছড়ায়। খ্রিস্টানধর্ম গ্রহণ করলেও ধর্মীয় নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকতায় স্থানীয়দের বাধার কারণে হয়নি। এরই মাঝে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার সেভেনথ ডে এডভেনডেন্ট মিশনে খ্রিস্টান ধর্মগ্রহণকারীদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এ খবর ছড়িয়ে পড়লে ডিঙ্গেদে উত্তেজনা দানা বাধে। চাপা উত্তেজনার মাঝেই নির্ধারিত দিনে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা বিলম্বে বাসযোগে অর্ধশতাধিক নারী-পুরুষ শিশু-কিশোর নামে ডিঙ্গেদহের সেভেন্থ ডে এডভেনডেন্ট (এসডিএ) মিশনের সামনে। এর পূর্ব থেকেই স্থানীয়দের অনেকেই অবস্থান করতে থাকে। সাংবাদিকদেরও অনেকে অবস্থান নেন সেখানে। বাস থেকে নামা নারীদের কারো কারো মাথায় সিঁদুর দেখা গেলেও ইসলাম ধর্মালম্বী তেমন কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

অর্থ ও চাকরির লোভ দেখিয়ে ধর্মান্তর করা হচ্ছে খবরে চাপা উত্তেজনার মাঝে বাসযোগে ৬৫ জন নারী-পুরুষ শিশু-কিশোর নামতে দেখে স্থানীয়রা মিশনের সামনে ভিড় জমায়। ভেতরে প্রবেশ করে ধর্মান্তরের বিষয়ে নানা প্রশ্ন করা হয়। এ সময় যশোর মনিরামপুরের বিকাশ দাস নামের একজন জানান, ধর্মান্তর নয়। একই ধর্মের কিছু নারী-পুরুষ এসডিএ মিশনে যুক্ত হচ্ছেন বলেই এখানে এসেছেন। এটাকে পিকনিক বলা যেতে পারে। অভিন্ন অভিমত ব্যক্ত করেছেন বাসের অন্যান্য যাত্রীরাও। তারা অবশ্য খাবার গ্রহণের পর ঘণ্টা খানেকের মাথায় একই বাসযোগে ফিরে যান। বাস ফিরে গেলে উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়। স্থানীয়রা বলেছেন, ধর্মগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে ডিঙ্গেদহ এসডিএ মিশনের পুকুরে বিশেষ সিঁড়ির ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত কাউকেই আর পুকুরে নামতে বা নামাতে দেখা যায়নি।

Leave a comment