পুলিশ দেখে আরোহীর ভোদৌড় : টহল পুলিশের তল্লাশি
স্টাফ রিপোর্টার: ৫০ বোতল ফেনসিডিলসহ দামুড়হুদা বিষ্ণপুরের সানোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ভালাইপুর মোড়ের অদূরবর্তী স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় দৌড়ে পালিয়ে যায় একজন।
গ্রেফতারকৃত সানোয়ার হোসেন নিজেকে আলমসাধুচালক বলে দাবি করে বলেছে, পুলিশ দেখে পালিয়ে যাওয়া দামুড়হুদা কার্পাসডাঙ্গার ভারত সীমান্তবর্তী গ্রাম কুতুবপুরের জয়দেব ওই ফেনসিডিলগুলো আমার আলমসাধুযোগে পাচর করছিলো। পালিয়ে যাওয়া ব্যক্তি যে জয়দেব নিশ্চিত হলে কীভাবে? সে পূর্ব পরিচিত? এসব পুলিশি প্রশ্নের জবাব দিতে গিয়ে ফেনসিডিল পাচারের সাথে সানোয়ারের সংশ্লিষ্টতা ফুটে উঠেছে। সূত্র এরকমই তথ্য দিয়ে বলেছে, সানোয়ারকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে। জয়দেব সম্পর্কেও তথ্য নেয়া হবে। তার নামও এজাহারভুক্ত করা হচ্ছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার এসআই কাজী নাসিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল টহলের দায়িত্ব পালন করছিলেন। ভালাইপুর মোড়ে হুইপের সভার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনের এক পর্যায়ে শ্যালোইঞ্জিনচালিত একটি অবৈধযানের গতি সন্দেহজনক হয়ে ওঠে। টহল পুলিশ পিছু নিলে আলমসাধু থেকে দৌড়ে পালায় সানোয়ার। এসআই কাজী নাসিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আলমসাধুটি আটকে তল্লাশি শুরু করেন। উদ্ধার করা হয় ৫০ বোতল ফেনসিডিল। গ্রেফতার করা হয় সানোয়ারকে। সানোয়ার নিজেকে আলমসাধু চালক বলে পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করতে থাকে। অবশ্য শেষ রক্ষা হয়নি তার। তাকে সদর থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেনসিডিল পাচারের সাথে তার সংশ্লিষ্টতার প্রমাণ মেলে।