ভারতকে হারিয়ে ইংল্যান্ড ফাইনালে

মাথাভাঙ্গা মনিটর: শুক্রবার পার্থের ওয়াকায় ভারতকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এর ফলে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠলো ইংল্যান্ড। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নামে ভারত। ৬৫ বলে ৩৮ রান করে আউট হওয়ার আগে উদ্বোধনী জুটিতে অজিঙ্কা রাহানের সাথে ৮৩ রান তোলেন শিখর ধাওয়ান। এরপরই ধস নামে ভারতের ইনিংসে। বিনা উইকেটে ৮৩ থেকে ৪৮.১ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন রাহানে। ১০১ বলের ইনিংসটি ৩টি চার ও একটি ছয়ে সাজান তিনি। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেন ধাওয়ান। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্টিভেন ফিন। ১০ ওভার বল করে ৩৬ রান দেন তিনি। এ ছাড়া দুটি করে উইকেট নেন ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড ও মইন আলি। জেমস অ্যান্ডারসন পান একটি উইকেট। জবাবে ইংল্যান্ড ৪৬.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২০১ রান তুলে নেয়। বাটলার ৭৮ বলে ৬৭ আর ম্যাচ সেরা টেইলর ১২২ বলে ৮২ রান করেন। ভারতের পক্ষে স্টুয়ার্ট বিনি সর্বোচ্চ ৩ উইকেট নেন। এ ছাড়া মোহিত শর্মা পান দুটি উইকেট। পার্থের ওয়াকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হবে আগামী রোববার। সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৪৮.১ ওভারে ২০০ (রাহানে ৭৩, ধাওয়ান ৩৮, কোহলি ৮, রায়না ১, রাইডু ১২, ধোনি ১৭, বিনি ৭, জাদেজা ৫, প্যাটেল ১, মোহিত ৭*; ফিন ৩/৩৬, আলি ২/৩৫, ওকস ২/৪৭, ব্রড ২/৫৬, অ্যান্ডারসন ১/২৪)। ইংল্যান্ড: ৪৬.৫ ওভারে ২০১/৭ (বেল ১০, আলি ১৭, টেইলর ৮২, রুট ৩, মরগ্যান ২, বোপারা ৪, বাটলার ৬৭, ওকস ৪*, ব্রড ৩*; বিনি ৩/৩৩, মোহিত ২/৩৬, সামি ১/৩১, প্যাটেল ১/৩৯)। ম্যাচ সেরা: জেমস টেইলর (ইংল্যান্ড)।