ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে মহাপবিত্র বিশ্ব ওরশ শরিফ সফল করতে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা

 

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে মহাপবিত্র বিশ্ব ওরশ শরিফ আগামী ১৪, ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি। এ ওরশ সফল করতে গতকাল চুয়াডাঙ্গা জাকের পার্টি ও তার সহযোগী সংগঠনগুলো দাওয়াতি শোভযাত্রা বের করে।

জাকের পার্টি চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাজি মো. গোলাম মোস্তফা খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুম্মা নামাজান্তে জেলা জাকের পার্টির সভাপতির নেতৃত্বে বিশ্ব ওরশ শরিফের দাওয়াতি শোভাযাত্রা চুয়াডাঙ্গা পৌর কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে শুরু হয়। জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থঅনে শেষ হয়। মোভযাত্রায় বিশ্ব ওরশ শরিফে যোগদানের আহ্বান জানানো হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মশিউর মল্লিক, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, পৌর সভাপতি লেলিন, খন্দকার, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি মো. আরিফুজ্জামান আরিফসহ জেলার সকল সহযোগী সংগঠনের থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ রুস্তম মল্লিক, লিটন, আয়ুব আলী, রুহুল, আলমাছ, ডলার, হাকি, আজগার প্রমুখ। শোভাযাত্রা শেষে আলোচনাপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মওলানা মো. ইসলাম উদ্দীন মুন্সি।