মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ইয়ুথ টেস্টটি ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন দিনের ম্যাচটির শেষ দিনে শতক করেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান জয়রাজ শেখ। শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের ২১৬ রানের প্রথম ইনিংসের জবাবে তৃতীয় দিন বাংলাদেশের তরুণরা ৮ উইকেটে ২৮৯ রান করে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে সর্বোচ্চ রান করেন জয়রাজ। ১৬৭ বলে ১১টি চারে অপরাজিত ১০০ রান করেন তিনি। এছাড়া সাদমান ইসলাম ৫৬ ও অধিনায়ক মেহেদি হাসান ৪১ রান করেন। ডাম্বুলায় শুক্রবার আগের দিনের ২ উইকেটে ৭৮ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩ রান নিয়ে খেলতে নামা মুনিম শাহরিয়ার আর এক রান যোগ করেই আউট হন। জয়রাজের সঙ্গে এরপর জুটি বাধেন মেহেদি। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে ৬৬ রান তোলেন। বাংলাদেশের তরুণদের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি। এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট নেন বাহাতি স্পিনার নিহাদুজ্জামান। আর অফস্পিনার মেহেদি নেন ৩ উইকেট। দু ম্যাচের সিরিজের পরের ম্যাচটি শুরু হবে আগামী সোমবার পাল্লেকেলেতে।