ঝিনাইদহ জেলায় রোববার হরতাল ডেকেছে ছাত্রদল

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আননকে গ্রেফতারের প্রতিবাদে রোববার জেলায় হরতাল আহ্বান করেছে জেলা ছাত্রদল। রোববার সকাল ৬টা থেকে পরদিন সোমবার সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে। শুক্রবার দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বাঁশি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করা হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আননের বিরুদ্ধে কোনো মামলা না থাকার পরেও ২৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের মৌসুমী শপিংমলের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। আটকের পর শুক্রবার সকালে তাকে নাশকতার মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজাতে পাঠানো হয়েছে। আননের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাকে মুক্তির দাবিতে এ হরতাল আহ্বান করা হয়।