ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ বিশেষ অভিযান চালিয়ে ৫ জামায়াত ও ৪ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, জেলার শৈলকুপার পৌর জামায়াত সেক্রেটারি আব্দুর রাজ্জাক ও ইউনিয়ন জামায়াতের সভাপতি বদর উদ্দিনসহ ৫ জন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আননসহ ৪ বিএনপি কর্মীকে নাশকতা সৃষ্টির আশঙ্কায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।