স্টাফ রিপোর্টার: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলকালে সহিংসতায় নিহতদের স্মরণে ও আত্মার মাগফেরাত কামনায় গতকাল শুক্রবার গায়েবানা জানাজার আয়োজন করে ১৪ দল। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশের এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত বুধবার কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সই করা এক বিবৃতিতে গায়েবানা জানাজার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। একই সময়ে সারাদেশের সব মসজিদে গায়েবানা জানাজা ছাড়াও মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলকালে সহিংসতায় নিহতদের স্মরণে ও আত্মার মাগফিরাত কামনা করে চুয়াডাঙ্গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকাল ৪টায় শহীদ হাসান চত্বরে এ গায়েবানা জানাযার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগসহ ১৪ দল নেতারা। জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসেনর এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রনজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, শ্রমিকলীগের সভাপতি আফজালুর রহমান, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহরব হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, জেলা ছাত্রলীগের সাহাবুল হোসেন, ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক আব্দুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, রেজাউল করিম, জাভেদ, সুমনসহ ১৪ দলের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম শান্তি।
দর্শনা অফিস জানিয়েছে, বিএনপি-জামায়াতের দেশব্যাপি হিংস্র পেট্রোল বোমা হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় সারাদেশে আ.লীগের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার আছর বাদ দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা। এ জানাজায় উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল আলম রান্টু, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাবেক সভাপতি হাজি জয়নাল আবদীন, সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, আ.লীগ নেতা বরকত আলী, মুনতাজ হোসেন, আলী মুনসুর বাবু, গোলাম ফারুক আরিফ, আবু সাঈদ খোকন, আবু তালেব, শওকত আলী, মোমিনুল ইসলাম, আ. রফিক কাবি, নজরুল ইসলাম মাস্টার, তমছের আলী, সরোয়ার হোসেন, এনামুল করিম শাহ ইনু, দর্শনা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, কেরুজ শ্রমিক নেতা হাফিজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, অ্যাড. আবু তালেব, আ. হান্নান ছোট, সেলিম উদ্দিন বগা, হযরত আলী, শেখ আসলাম আলী তোতা, মামুন শাহ, ফয়সাল, ছাত্রলীগ নেতা জামিরুল ইসলাম, সাজু আহম্মেদ রিংকু, সাজিদুর রহমান মিঠু, রফিকুল ইসলাম ববি, তোফাজ্জেল হোসেন তপু, আলামিন, অপু, শিরিন প্রমুখ। জানাজার নামাজ পরিচালনা করেন মাও. মোস্তফা কামাল।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে ১৪ দলীয় জোটের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর দলীয় কর্যালয়ে অবরোধে অগ্নিদগ্ধ ও নিহতদের উদ্দেশে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা যুবলীগ আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম হানেহার, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেকেন্দার আলী, আলী আহাম্মদ, সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সম্পাদক সিরাজুল ইসলাম শুকুর, উথলী আওয়ামী লীগ সভাপতি আব্দুল হান্নান, সম্পাদক সোহরাব হোসেন খান, আন্দুলবাড়িয়া সভাপতি মুক্তার আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুক্তার, পৌর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইকতিয়ার উদ্দিন, হাসাদহ আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জালাল, যুবলীগ নেতা আব্দুস সালাম ইসা, সালাউদ্দিন কবির, ছাত্রলীগ সভাপতি সোয়েব আহমেদ অঞ্জন, সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়ছেন, অবরোধ ও হরতালে সারাদেশে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নাশকতায় নিহত ব্যক্তিদের স্মরণে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর সরকারি কলেজের সামনে গায়েবানা জানাজায় ইমামতি করেন বকুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান পোলেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পদক কুদরত-ই খোদা রুবেল, ছাত্রলীগ নেতা হেলাল, তারিকসহ ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী। জানাজা শেষে নিহত ব্যক্তিদের স্মরণে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, সারাদেশে নাশকতার ঘটনায় নিহতদের উদ্দেশে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে গতকাল শুক্রবার বিকাল তিনটার দিকে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ আয়োজিত গায়েবানা জানাজায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন মাও. মহসিন আলী। জানাজা পূর্ব অনুষ্ঠানে আলোকপাত করেন মাও. শাহ আলম সিরাজী। জানাজা শেষে নিহতদের আত্মার মাগফেরতা কামনায় দোয়া মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক আয়ুব আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ মোহন, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, আমজাদ হোসেন, জেলা যুবলীগের সহসভাপতি গোলাম সাকলায়েন ছেপু, উপজেলা যুবলীগের সহসভাপতি আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান শামীম, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক বারিউল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতিক্লাবের সভাপতি যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ, সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও সৈনিক লীগের সহসভাপতি জিয়াউল হক জিয়াসহ নেতাকর্মীবৃন্দ।
ইবি প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে সহিংসতায় ও পেট্রোল বোমায় নিহতদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে জুমআর নামাজের শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. আ.স.ম শোয়ায়েব আহমেদ। জানাজার নামাজে বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান, শিশির ইসলাম বাবু, বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে সহিংসতায় নিহতের উদ্দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস জানাজার সময় উপস্থিত ছিলেন।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার বাদ আসর মহেশপুর কলেজ বাসস্ট্যান্ডে ১৪ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ২০ দলের ডাকা অবরোধে যে সমস্ত মানুষ পেট্রোল বোমায় নিহত হয়েছেন তাদের উদ্দেশে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।