স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নাশকতার আশঙ্কায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইকরামুল হককে আটক করেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাড়াবাড়িয়া গ্রামের বাগানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের মৃত হাজি মকছেদ আলীর ছেলে ইকরামুল হক জাফরপুর মোড়ে বসবাস করে আসছেন। তিনি বিভিন্ন সময়ে সংঘটিত হওয়া নাশকতার সাথে জড়িত। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এসআই খালিদ ও এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে বাগানপাড়া এলাকা থেকে আটক করেন। আজ শনিবার আদালতে সোপর্দ করা হতে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।